চাঁদপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে
সংশ্লিষ্টদের একযোগে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন।
তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে গুণগত সেবার কোনো বিকল্প নেই।”
১৮ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নিজেই।
এতে অংশ নেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সিভিল সার্জন বলেন, “প্রাইভেট হাসপাতালগুলো সরকারি হাসপাতালের তুলনায় অনেক বেশি সংখ্যক রোগীকে সেবা দিয়ে থাকে।
ফলে রোগীদের প্রত্যাশাও বেশি থাকে, তাই মানসম্পন্ন ও মানবিক সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
কোনোভাবেই যেন রোগীরা হয়রানির শিকার না হন—সে বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “সেবার মানের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। লাইসেন্সবিহীন কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার চলতে পারবে না।
নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সভাটি পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন।
সভায় বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মালিহা আফসার।
সংস্লিষ্ঠদের বক্তব্য
বেসরকারি হাসপাতাল মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন : অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেন্টাল হাসপাতালের এবং গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. এস এম সহিদউল্লাহ, সিনিয়র সহসভাপতি ও প্রিমিয়ার হাসপাতালের মালিক ডা. মোবারক হোসেন চৌধুরী,
সাবেক উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জেনারেল হাসপাতালের মালিক ডা. মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক জি এম শাহীন,
সাংগঠনিক সম্পাদক ও মুন হাসপাতালের এমডি আবু সুফিয়ান হেলাল, দপ্তর সম্পাদক ও রেইনবো হাসপাতালের এমডি মহসিন ভূঁইয়া,
প্রচার সম্পাদক ও ক্রিসেন্ট হাসপাতাল ও আস্থা ডিজিটালের মালিক সোহেল, ফ্যামেলি কেয়ার হাসপাতালের এমডি আবু ইউসুফ তালুকদার মানিক,
হিলশা মেডিকেলের এমডি আবু বকর, মিডল্যান্ড হাসপাতালের এমডি মো. শামছুল আলম, নিউ লাইফ ডায়াগনস্টিকের এমডি বিজয় চন্দ্র সরকার,
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দও।
সভার সার্বিক উদ্দেশ্য ছিল, রোগীদের সেবার মান উন্নয়ন, স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে সমাধান খুঁজে বের করা।
সিভিল সার্জনের এই আহ্বান—চাঁদপুর জেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

