এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আলোচনা সভা

চাঁদপুরে বৃত্তি প্রাপ্ত ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরে বৃত্তি প্রাপ্ত ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আলোচনা সভাচাঁদপুর: জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে শনিবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার অডিটোরিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিয়াকত আলী স্মৃতি সংসদ চাঁদপুর জোনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫০ জন বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অতিথি বৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাছুম বিল্লাহ,

যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের তোমরাই আগামী দিনের দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

সেজন্য নিজেকে গড়ে তুলতে হবে যোগ্য প্রতিযোগী হিসেবে। সমাজে টিকে থাকতে হলে প্রতিযোগিতার মানসিকতা থাকা জরুরি।

নিজেকে বোঝা, নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথে চলা—এটি এখন তোমাদের দায়িত্ব।”

তিনি আরও সতর্ক করেন, কিশোর গ্যাং এবং মাদকাসক্তি আমাদের সমাজের বড় সমস্যা হিসেবে প্রতিনিয়ত বেড়ে চলেছে।

শিক্ষার্থীদের উচিত এই ধরনের অপসংস্কৃতি থেকে দূরে থাকা এবং নিজেদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করা।

মোবাইল ফোন যেন পড়াশোনার ব্যাঘাত না ঘটে, সেদিকে শিক্ষার্থী ও পরিবার উভয়কেই সতর্ক থাকতে হবে।

অধ্যক্ষ মাছুম বিল্লাহ প্রাথমিক শিক্ষা ও পারিবারিক শিক্ষার গুরুত্বেও আলোকপাত করেন। তিনি বলেন,

“অনেক সময় মেধাবী শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনার অভাবে হারিয়ে যায়। পারিবারিক শিক্ষা ও নৈতিক শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

অভিভাবকরা যদি সন্তানের প্রতি যত্নবান না হন, সঠিক দিকনির্দেশনা না দেন, তাহলে সহজেই তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদের পরিচালক মোহাম্মদ মাছুম বিল্লাহ। সঞ্চালনা করেন সংসদের সমন্বয়ক দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ,

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, মো. আনিসুর রহমান মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর

জেলা সভাপতি গিয়াস উদ্দিন কবির, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক আবু সালে মোহাম্মদ বদরুদ্দোজা, এবং সংগঠনের সচিব মো. মামুন শেখ।

উৎসবমুখর এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন মেধাবী ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে হাতে সনদপত্র এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা তাদের আগামী শিক্ষা জীবনের জন্য প্রেরণার নতুন দিক উন্মোচন করবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *