চাঁদপুরে বিশুদ্ধ পানি ও পানির বিল হ্রাসের দাবিতে পৌরসভায় বিক্ষোভ

চাঁদপুরে বিশুদ্ধ পানি ও পানির বিল হ্রাসের দাবিতে পৌরসভায় বিক্ষোভ

উপজেলা সংবাদ সদর উপজেলা

চাঁদপুরে বিশুদ্ধ পানি ও পানির বিল হ্রাসের দাবিতে পৌরসভায় বিক্ষোভ

চাঁদপুরে বিশুদ্ধ পানি ও পানির বিল হ্রাসের দাবিতে পৌরসভায় বিক্ষোভস্টাফ রিপোর্টার : চাঁদপুরে বিশুদ্ধ পানি ও পানির বিল হ্রাসের দাবিতে পৌরসভায় বিক্ষোভ হয়েছে।

চাঁদপুর পৌরসভার হঠাৎ পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা

স্বচ্ছ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেন।

১৮ জুন, বুধবার সকাল ১১টার দিকে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের একটি বিশাল দল পৌর ভবনের সামনে জড়ো হন।

তারা ব্যানার-ফেস্টুন ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং “বিল বাড়লো কেন—জবাব চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভকারীরা জানান, ঈদুল আজহার পূর্বে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পৌরসভা হঠাৎ করে পানির বিল বাড়িয়ে দেয়।

এমন সিদ্ধান্তে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়ে।

ঈদের আগেও তারা বিক্ষোভ করেছিলেন, তখন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল ঈদের পর বিষয়টি বিবেচনা করা হবে।

কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে নতুন বিলেই চাপ প্রয়োগ শুরু হয়, যার প্রতিবাদে তারা আবার রাস্তায় নামতে বাধ্য হন।

জানা যায়, আবাসিক গ্রাহকদের পানির পাইপ সংযোগের মাপ অনুযায়ী বিল বৃদ্ধি করা হয়েছে। যেমন—৫০ ইঞ্চি পাইপের জন্য বিল ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা,

৭৫ ইঞ্চি সংযোগের জন্য ৪০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা, ১ ইঞ্চিতে ৫০০ টাকার স্থলে ৭০০ টাকা, দেড় ইঞ্চিতে ২,০০০ টাকার বদলে

৩,৫০০ টাকা এবং ২ ইঞ্চির সংযোগের ক্ষেত্রে ৪,০০০ টাকার বিল এখন ১০,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই অভিযোগ করেন, পৌরসভা নিয়মিত পানির বিল তুললেও অধিকাংশ এলাকায় সরবরাহকৃত পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত।

তারা বলেন, জনগণের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অনৈতিক এবং অগণতান্ত্রিক।

কোনো সরকারী সিদ্ধান্ত বা প্রয়োজনীয় নির্দেশনা ছাড়াই পৌরসভা এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।

তারা হুঁশিয়ার করে জানান, দ্রুত পূর্বের হারে বিল পুনঃনির্ধারণ এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত না করলে পৌরসভা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *