চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠনস্টাফ রিপোর্টার : চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ২২ মে, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সদস্যদের সম্মিলিত মতামত ও সর্বসম্মতিক্রমে মাওলানা মোশাররফ হোসেন সভাপতি এবং হাফেজ আব্দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম এবং মাওলানা হোসাইন আহমদ।

“ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে” – প্রধান অতিথির আহ্বান

বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, “আল্লাহর জমিনে তাঁর বিধান কায়েম করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের দলের আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে—এই জাগরণকে সংগঠিতভাবে কাজে লাগাতে হবে।”

তিনি বর্তমান সরকারের কিছু সংস্কারমূলক উদ্যোগকে স্বাগত জানালেও সুষ্ঠু জাতীয় নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জাতীয় স্বার্থে সতর্কতার আহ্বান

মায়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে উদ্ভূত আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়, যা দেশের সার্বভৌমত্ব বা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পাশাপাশি তিনি বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল ও সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানান।

আলেম-ওলামা বিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান

আওয়ামী লীগের শাসনামলে আলেম সমাজের উপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে আলেমদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে।

আজ তাদের সেই নীতির ফলই ভোগ করতে হচ্ছে।”

তিনি সম্প্রতি বিএনপির এক উপদেষ্টার ইসলাম বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইসলাম ও আলেম সমাজ সম্পর্কে সচেতন অবস্থান গ্রহণের আহ্বান জানান।

নবগঠিত কমিটির নেতৃত্বে তরুণদের সম্পৃক্ততার প্রত্যাশা

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সহ-সভাপতি: মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আহসান হাবীব, মাওলানা শাকিবুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন, মাওলানা লিয়াকত

আলী, মাওলানা শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা আবু হোরায়রা, মাওলানা শামীম, মাওলানা নোমান, সাংগঠনিক সম্পাদক: মাওলানা আবু ইউসুফ হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোবারক, মুহাম্মদ মামুল পাটোয়ারী, মাওলানা নাসির, বাইতুলমাল সম্পাদক: মাওলানা মোহাম্মদ আলী, প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা নাসিরুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক: সোহেল পাটোয়ারী, অফিস সম্পাদক: হাফেজ মোঃ নজরুল ইসলাম, সহ-অফিস সম্পাদক: হাফেজ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল ফারুক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আবেদ রাব্বি, সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা নেছার আহমেদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক: হাফেজ মনসুর, সদস্য: মুফতি সাখাওয়াত হোসাইন, মোহাম্মদ সেলিম খান, আব্দুর রাজ্জাক, মাওলানা সোলায়মান, রিয়াদ হোসেন হাওলাদার, আলমগীর গাজী, মোঃ সাইফুল ইসলাম।

নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান মাওলানা লিয়াকত হোসাইন নিজেই। তিনি সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *