চাঁদপুরে ফ্যামিলি কার্ড ছাড়াই ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ফ্যামিলি কার্ড ছাড়াই ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় শহরের পৌর অডিটোরিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এই কার্যক্রমের মাধ্যমে চাঁদপুর পৌরসভার পাঁচটি নির্দিষ্ট স্থানে একযোগে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিবি পণ্য সরবরাহকারী মেসার্স লক্ষ্মী ভান্ডারের স্বত্বাধিকারী টুটন বণিক।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী,
এক মাসব্যাপী এই কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০০ নিম্নবিত্ত পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতার জন্য পণ্য সংরক্ষিত থাকবে।
প্রতি প্যাকেজে ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল থাকবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।
পণ্য কেনার জন্য ক্রেতাদের শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর প্রদান করতে হবে।
জেলা প্রশাসন আরও জানায়,
চাঁদপুর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে।
নির্ধারিত স্থানগুলো হলো—পুরানবাজার লোহার পুল, ষোলঘর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ওয়ালেস বাজার, নতুন বাজার পৌর অডিটোরিয়ামের সামনে এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের এলাকা।
টিসিবি ডিলার টুটন বণিক জানান,
পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন নির্ধারিত পাঁচটি স্থানে ৪০০ জন সুবিধাভোগী পরিবারের কাছে এই পণ্য পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, “সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
জেলা প্রশাসনের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।
সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পাওয়ার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

