চাঁদপুরে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের বৃত্তি সনদ ও সম্মানী বিতরণ

চাঁদপুরে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের বৃত্তি সনদ ও সম্মানী বিতরণ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

IMG-20250222-WA0003চাঁদপুরে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের বৃত্তি সনদ ও সম্মানী বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের বৃত্তি সনদ ও সম্মানী বিতরণ

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদান রাখতে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়েছে।

শনিবার, ২২শে ফেব্রুয়ারি সকাল ১০টায় চাঁদপুর শহরের আইডিয়েল স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে ২১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানটিতে প্রয়াত ফজলুল করিম বাসেত ও শেখ হারুনুর রশিদের স্মরণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের সভাপতি রবিউল হোসেন। পরিচালনায় ছিলেন নব দিগন্ত কিন্ডারগার্টেনের পরিচালক বাবুল চন্দ্র দে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান,

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং পুরান বাজার ডিগ্রি কলেজের প্রভাষক ফাহাদ বিন রশিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রকিকুল হাসান, মোঃ আঃ আজিজুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ সুলতান আহমেদ,

মোঃ মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, দীলিপ সাহা, ফারহানা আক্তার ও তাছলিমা আক্তার।

সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও শিক্ষার্থীদের উত্সাহিত করার লক্ষ্যে পরিচালিত হয়, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *