চাঁদপুরে প্রায় আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় নিলামে বিক্রি

চাঁদপুরে প্রায় আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় নিলামে বিক্রি

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

চাঁদপুরে প্রায় আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় নিলামে বিক্রি

চাঁদপুরে প্রায় আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় নিলামে বিক্রিস্টাফ রিপোর্টার : চাঁদপুরে প্রায় আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। চাঁদপুরের নদীবন্দর এলাকায় অবস্থিত বড় স্টেশন মাছঘাটে অনুষ্ঠিত এক নিলামে প্রায় আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ মাছ ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে আয়োজিত এই নিলামটি স্থানীয় মাছ বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর হাইমচর অংশ থেকে ধরা পড়া এই ইলিশটি মাছঘাটের পরিচিত আড়তদার আনোয়ার গাজীর গদিতে আনা হয়।

এরপর প্রকাশ্য নিলামের মাধ্যমে অন্তত ৩০ জনের অংশগ্রহণে মাছটির দাম ধাপে ধাপে বাড়তে থাকে।

শেষ পর্যন্ত মাছটি কিনে নেন হারুন মোল্লা নামে একজন অভিজ্ঞ মাছ ব্যবসায়ী।

হারুন মোল্লা জানান, মাছটির ওজন ছিল ২ কেজি ৪৮০ গ্রাম। তিনি বলেন, “এই মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম পেয়েছি।

ঢাকায় আমার কিছু নির্দিষ্ট ক্রেতা আছেন, তারা এই ধরনের বড় ও মানসম্মত মাছের জন্য অপেক্ষা করেন। তাঁদের জন্যই এটি কিনেছি।”

স্থানীয় জেলেদের বরাতে জানা যায়, পদ্মা নদীর চাঁদপুর অংশ থেকে ইলিশটি ধরা পড়ার পর এক ব্যাপারীর মাধ্যমে

তা বাজারে আসে এবং নিলামের মাধ্যমে বিক্রি হয়।চাঁদপুর মৎস্য বাজারে বর্তমানে ইলিশের সংকট বিরাজ করছে বলে জানিয়েছেন

মাছঘাটের ব্যবসায়ী ও চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত। তিনি বলেন,

“এখন প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ মণ ইলিশ আসছে, যেখানে স্বাভাবিক সময়ে এই সংখ্যা ১০০ থেকে ১৫০ মণ পর্যন্ত হয়ে থাকে।

এই সংকটের কারণে দামও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।”

চাঁদপুরের ইলিশ দেশজুড়ে পরিচিত হলেও বর্তমানে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বড় আকারের ইলিশের চাহিদা এবং মূল্য উভয়ই বেড়ে গেছে।

তাই এমন একটি বড় ইলিশ নিলামে উচ্চ মূল্যে বিক্রি হওয়াটা বিস্ময়কর নয় বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *