চাঁদপুরে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা শাহরাস্তি উপজেলা

চাঁদপুরে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তারস্টাফ রিপোর্টার : চাঁদপুরে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযান চালিয়ে তিন জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে

অভিযানে ধৃতরা হলেন—পারভেজ (২৬), সুমন (৩৬) ও মো. ফয়েজ (২৫)।

শুক্রবার গভীর রাতে, রাত ১টা থেকে ২টার মধ্যে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি জানান, মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও সুমনকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিসিটিভি ক্যামেরা, গাঁজা মাপার একটি মেশিন, একটি চার্জার এবং একটি ফয়েল পেপার উদ্ধার করা হয়।

অন্যদিকে, শাহরাস্তি উপজেলার নিজমেহার এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়েজকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীসহ গ্রেপ্তারকৃতদের মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের এই সাফল্যকে এলাকার মাদকবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *