চাঁদপুরে পর্যটন শিল্পের বিকাশে তিন নতুন পরিকল্পনা
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পর্যটন শিল্পের বিকাশে তিন নতুন পরিকল্পনা। চাঁদপুর জেলার পর্যটন শিল্পের উন্নয়নে প্রশাসন তিনটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে।
জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এই পরিকল্পনাগুলো উপস্থাপন করা হয় এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় পর্যটন উন্নয়ন ও শহরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে তিনটি বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
রিভারভিউ প্রকল্প: শহরের অন্যতম আকর্ষণীয় স্থান তিন নদীর মোহনায় মোলহেডে একটি অত্যাধুনিক ‘রিভারভিউ’ তৈরি করা হবে।
এটি স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে।
ডিসি পার্ক নির্মাণ: জেলা পরিষদের ডাক বাংলোর পেছনে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ‘ডিসি পার্ক’ গড়ে তোলা হবে,
যেখানে শিশু-কিশোর ও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন।
ভাসমান রেস্তোরাঁ ও ক্যাপে-২৪: ডাকাতিয়া নদীর ওপরে ভাসমান রেস্তোরাঁ স্থাপন করা হবে, যা পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেবে।
পাশাপাশি, ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিকে অমর করে রাখার জন্য ‘ক্যাপে-২৪’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর বক্তব্য
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “মোলহেড এলাকা ঝুঁকিপূর্ণ, তাই এখানে বড় কোনো প্রকল্প বাস্তবায়নের আগে যথাযথ পরিকল্পনা ও
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই উন্নয়ন প্রকল্পগুলো শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান তৈরি করবে।”
তিনি আরও বলেন, “চাঁদপুরের পর্যটন খাতকে এগিয়ে নিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমি নিজে এই কাজ এগিয়ে নিয়ে যাব,
তবে একক প্রচেষ্টায় সফল হওয়া সম্ভব নয়। সকলের সহযোগিতা প্রয়োজন এবং আমাদের চিন্তা-চেতনা আরও প্রসারিত করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াসি উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
এছাড়া, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
এই উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে চাঁদপুরের পর্যটন শিল্প নতুন মাত্রা পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। জেলার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি হবে, যা স্থানীয় ব্যবসার বিকাশেও সহায়ক হবে। জেলা প্রশাসন শীঘ্রই এই প্রকল্পগুলোর কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেছে।

