চাঁদপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা দিবস উদযাপন

চাঁদপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা দিবস উদযাপন

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা দিবস উদযাপন

চাঁদপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা দিবস উদযাপনস্টাফ রিপোর্টার :  চাঁদপুরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার আবহে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

নানা কর্মসূচি ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মরণীয় হয়ে উঠেছে দিনটি।

বুধবার, ২৬ মার্চ, দিবসের সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে,

যা চাঁদপুর শহরের অঙ্গীকার মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই জেলার সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে উত্তোলিত হয় জাতীয় পতাকা।

শহরের বিভিন্ন প্রান্তে দেশপ্রেমের আবেগে মানুষ নিজেদের ভবনে ও সংগঠনে পতাকা উত্তোলন করে জাতির গৌরবময় অর্জনের প্রতি শ্রদ্ধা জানায়।

দিবসটির প্রথম প্রহরে অঙ্গীকার ভাস্কর্যের পাদদেশে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করে চাঁদপুরবাসী। একাত্তরের আত্মত্যাগের প্রতীক শহীদদের প্রতি গভীর ভালোবাসা জানাতে সর্বস্তরের মানুষ সমবেত হন সেখানে।

সবার আগে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর একে একে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা পরিষদ, চাঁদপুর পৌরসভা, নৌ-পুলিশ, পিবিআই, সিআইডি, রেলওয়ে থানা, আনসার ভিডিপি, সিভিল সার্জন অফিস,

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি মহিলা কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়,

চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা, এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাতীয় পার্টিসহ একাধিক রাজনৈতিক দল অংশ নেয় এ আয়োজনে।

জেলা প্রশাসকনের কর্মসূচী

স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের স্টেডিয়ামে আয়োজিত হয় কুচকাওয়াজ প্রদর্শনী।

জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

উপস্থিত ছিলেন সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাধীনতার এই বিশেষ দিনে চাঁদপুরজুড়ে ছিল এক অন্যরকম আবহ। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দেশপ্রেমে উদ্বেল হয়ে মানুষ স্মরণ করেছে তাদের, যাদের আত্মত্যাগে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *