চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলওয়ে শ্রমিক দলের মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, চাঁদপুর শাখা (রেজি. নং বি-১৭৬৫)।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে তারা মিলাদ ও
দোয়ার পাশাপাশি পথচারীসহ স্থানীয়দের মাঝে মিষ্টি, পায়েশ, বাতাসা, পিঠা ইত্যাদি বিতরণ করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব চাঁদপুর কোর্ট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্মে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার এবং পরিচালনা করেন চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম. হাবিব উল্যাহ খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও চাঁদপুর বড় স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল,
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন,
চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রইছুর রহমান এবং জেলা যুবদলের সহ-সভাপতি শাহনুর বেপারী শানু।
এর আগে বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বিশ্বনবী (সা.)-এর শুভ জন্মদিন উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক পথচারী ও উপস্থিত মানুষের মাঝে মিষ্টি,
পায়েশ, বাতাসা, পিঠা সহ নানা ধরনের খাবার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মো. মারুফ হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সফিকুল ইসলাম।
এ সময় নবী করিম (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন আশেকে রাসূল মো. সাইদুজ্জামান শিপন, জসিম উদ্দিন,
সাহাবউদ্দিন, আল আমিন, রবিউল, সম্রাট, মনির হোসেনসহ স্থানীয় বহু ব্যক্তি।

