চাঁদপুরে অবৈধ চাল প্রক্রিয়াকরণ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
চাঁদপুরে অবৈধ চাল প্রক্রিয়াকরণ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় একটি গোডাউনে অবৈধভাবে চাল প্রক্রিয়াজাতকরণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরান বাজারের কাঠ পট্টি এলাকায় ‘চাঁদপুর এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়।
সেখানে দেখা যায়, স্থানীয়ভাবে সংগৃহীত চাল ‘চাষী ভাই’ নামে একটি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।
এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, ‘‘রমজান সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে।
আমরা কঠোর নজরদারিতে রয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
স্থানীয়দের তথ্যমতে, অভিযুক্ত ‘চাঁদপুর এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানটির মালিক চাঁদপুর বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম,
তবে বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন ম্যানেজার সঞ্জয় সরকার।
যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে সঞ্জয় সরকার স্বীকার করেন যে, অন্য ব্র্যান্ডের মোড়কে চাল প্রক্রিয়াকরণ করা তার ভুল হয়েছে।
এছাড়া, তিনি জানান যে পুরান বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠানে একই ধরনের কাজ হয়ে থাকে।
তার এই স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আরেক ব্যবসায়ী সিরাজ খানের আড়তে অভিযান চালানো হয়,
তবে সেখানে এ ধরনের কোনো অনিয়মের সন্ধান মেলেনি।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, যেন কেউ এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে লিপ্ত না হয়।
অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


