চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশস্টাফ রিপোর্টার : চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে সোমবার সকালে (২৩ জুন) একটি ইলিশ মাছ নিলামে বিক্রি হয়েছে ১৩ হাজার ৫০০ টাকায়। ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এই ইলিশটি মেঘনা নদী থেকে ধরা পড়ে এবং উত্তম দাসের আড়তে আনা হয়।

মাছঘাটে আড়তে দুপুরে অনুষ্ঠিত নিলামে মোট ১৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। দীর্ঘ দরকষাকষির পর নবীর হোসেন নামে একজন ব্যবসায়ী সর্বোচ্চ ১৩ হাজার ১৫০ টাকায় ইলিশটি ক্রয় করেন। নবীর হোসেন জানান, বেলা ১১টার দিকে তিনি মাছটি কিনে নেন এবং আনুমানিক তিন ঘণ্টা পর দুপুর ২টার দিকে ঢাকা থেকে আসা এক ক্রেতার কাছে ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

নবীর হোসেন আরও জানান, তাঁর কাছে আরেকটি ২ কেজির মতো ওজনের ইলিশ রয়েছে, যা তিনি ১০ হাজার টাকায় বিক্রি করতে আগ্রহী। তিনি বলেন, “জুন মাস থেকে মেঘনার জেলেরা বড় আকারের ইলিশ ধরছে, যা গত কয়েক বছর দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছিল, সেটাও আমি কিনেছিলাম।”

চাঁদপুরের মাছ ব্যবসায়ীরা বলছেন, গ্রীষ্মকালীন এই মৌসুমে বড় ইলিশের পাওয়াটা জেলেদের জন্য সুখবর। এতে মাছের বাজারে উৎসাহ বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতাদেরও আকর্ষণ বাড়ছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *