‘গাছ আমাদের বন্ধু, এই বন্ধুকে লালন করতে হবে আমাদের স্বার্থে’
স্টাফ রিপোর্টার : ‘গাছ আমাদের বন্ধু, এই বন্ধুকে লালন করতে হবে আমাদের স্বার্থে’ বলে মন্তব্য করেছেন চার্টার প্রেসিডেন্ট নিলুফার করিম।
চাঁদপুরের পুরানবাজারে অবস্থিত আল হাফসা ইসলামিয়া দারুল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য বৃক্ষরোপণ কর্মসূচি,
যেখানে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
২ আগস্ট সকাল ১১টায় ইনার হুইল ক্লাব অব আরুশির আয়োজনে এবং বিজয়ী ও পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অফ আরুশির চার্টার প্রেসিডেন্ট নিলুফার করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির চার্টার ট্রেজারার ও বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি,
বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান এবং পরিবেশ সংরক্ষণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আশিক খান।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে একটি পরিবেশ-ভিত্তিক কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়।
কুইজ শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
নিলুফার করিম তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “গাছ প্রকৃতির এক অনন্য উপহার, যা শুধু পরিবেশ নয়,
মানবজীবনের অস্তিত্ব রক্ষার সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু দুঃখজনকভাবে আমরা এই উপহারকে অবহেলা করছি,
যার ফলে দিন দিন পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের উচিত এখনই সচেতন হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা।
গাছ আমাদের প্রকৃত বন্ধু—এই বন্ধুকে ভালোবাসতে হবে, লালন করতে হবে নিজের স্বার্থেই।”
তিনি আরও বলেন, “বর্ষাকাল হলো গাছ লাগানোর আদর্শ সময়। তাই চলুন, সবাই মিলে নিজ বাড়ি ও আশপাশের ফাঁকা জায়গায় একটি হলেও গাছ লাগাই। আজকের একটি গাছ আগামী দিনের প্রাণরক্ষা করতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক, শিক্ষকবৃন্দ, বিজয়ীর স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সার্বিক আয়োজনে পরিবেশের প্রতি এক নতুন অঙ্গীকারের বার্তা ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানে।

