খাজুরিয়া বাজারে জনস্বাস্থ্য হুমকির মুখে, অবহেলিত পাবলিক টয়লেট ব্যবস্থাপনা

খাজুরিয়া বাজারে জনস্বাস্থ্য হুমকির মুখে, অবহেলিত পাবলিক টয়লেট ব্যবস্থাপনা

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

খাজুরিয়া বাজারে জনস্বাস্থ্য হুমকির মুখে, অবহেলিত পাবলিক টয়লেট ব্যবস্থাপনা

খাজুরিয়া বাজারে জনস্বাস্থ্য হুমকির মুখে, অবহেলিত পাবলিক টয়লেট ব্যবস্থাপনাফরিদগঞ্জ প্রতিনিধি : খাজুরিয়া বাজারে জনস্বাস্থ্য হুমকির মুখে, অবহেলিত পাবলিক টয়লেট ব্যবস্থাপনা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের প্রাণকেন্দ্র খাজুরিয়া বাজার।

এটি শুধু স্থানীয় ইউনিয়নের নয়, বরং আশপাশের ইউনিয়ন এবং লক্ষ্মীপুর জেলার বহু মানুষের দৈনন্দিন বাজার ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

প্রতিদিন শত শত মানুষ এই বাজারে আসেন ব্যবসা, কেনাকাটা, ব্যাংকিং কিংবা সিএনজি চলাচলের উদ্দেশ্যে।

বিশেষ করে সাপ্তাহিক হাট বসে সোমবার ও শুক্রবার, তখন মানুষের ভিড় কয়েকগুণ বেড়ে যায়।

প্রায় ৩০০টির বেশি দোকান, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ব্যাংক, এনজিও, ক্লিনিকসহ নানা প্রয়োজনীয় স্থাপনা

থাকায় বাজারটি আরও গুরুত্ব পেয়েছে। এর ভেতর দিয়েই চলে গেছে ফরিদগঞ্জ-ব্রহ্মপাড়া সড়ক, যা পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক।

এই সড়কের পাশে রয়েছে বড় একটি সিএনজি স্ট্যান্ড, যেখান থেকে প্রতিদিন শত শত সিএনজি চলে ফরিদগঞ্জ সদর, চাঁদপুর, রামগঞ্জ, হাজীগঞ্জসহ বিভিন্ন গন্তব্যে।

কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় একটি মৌলিক সুবিধার চরম অভাব দেখা দিয়েছে—পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট।

বর্তমানে বাজারে থাকা দুটি পাবলিক টয়লেটের অবস্থা অত্যন্ত নাজুক ও ব্যবহার অনুপযোগী। ভিতরে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, দরজার নিচ থেকে খোলা,

উপরের দিকে ফাটল ও ছিদ্র। দরজা বন্ধ রাখার কোনো ব্যবস্থা নেই, এবং চারপাশে ছড়িয়ে থাকে ময়লার স্তূপ—যেন একেকটি ভাগাড়!

এই অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, যাত্রী, চালক ও পথচারীরা।

অনেকে বাধ্য হয়ে প্রয়োজন মেটাতে ঘরে ফিরে যান বা জনসমক্ষে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। নারীদের জন্য এটি হয়ে দাঁড়িয়েছে এক মারাত্মক দুর্ভোগ।

এই সমস্যা নিরসনে সমাজকর্মী পারভেজ মোশারফ চারটি প্রস্তাবনা উত্থাপন করেছেন : ১. উভয় টয়লেটে নতুন দরজা স্থাপন।

২. দেয়াল সংস্কার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। ৩. টয়লেটের ভেতর ও আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা।

৪. টয়লেটমুখী পথ ও পাশের টিউবওয়েল এলাকা পরিষ্কার রাখা।

উল্লেখযোগ্য একটি বিষয় হলো—বহু বছর ধরে খাজুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির কোনো নির্বাচন হয়নি।

ফলে ড্রেনেজ, রোড লাইট, টয়লেট, নিরাপত্তাসহ বাজারের সার্বিক ব্যবস্থাপনা চরম অব্যবস্থাপনার শিকার হয়েছে।

যদিও বিট পুলিশ অফিসারের তত্ত্বাবধানে রাতের জন্য নিরাপত্তা প্রহরী সক্রিয় রয়েছে, তবে তা যথেষ্ট নয়।

এই মুহূর্তে প্রয়োজন একটি জরুরি ও কার্যকর উদ্যোগ। খাজুরিয়া বাজার শুধু একটি ব্যবসায়িক এলাকা নয়,

এটি আশপাশের অন্তত ১০-১৫টি গ্রামের মানুষের অর্থনৈতিক ও সামাজিক নির্ভরতার জায়গা। সেখানে মৌলিক চাহিদার এমন দুর্দশা একেবারেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি এবং প্রশাসনের কাছে অনুরোধ—জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত এই পাবলিক টয়লেট দুটি সংস্কার করুন।

কারণ একটি পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেট কেবল স্বাচ্ছন্দ্যের বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অধিকার।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *