কুমিল্লায় র্যাবের অভিযানে শতাধিক কেজি গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টার : কুমিল্লায় র্যাবের অভিযানে শতাধিক কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সিপিসি-২ ইউনিটের পৃথক দুটি অভিযানে ১০১.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এসব অভিযান পরিচালিত হয় কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার অধীনস্থ কোটবাজার ও আমড়াতলী এলাকায়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কোটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ইব্রাহিম হোসেন অপু (৩৮) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে আরেকটি অভিযান পরিচালিত হয় আমড়াতলী এলাকায়। সেখানে মোঃ হানিফ মিয়া (৩৭) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দু’জনই দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে
শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন। ইব্রাহিম হোসেন অপু কুমিল্লা সদর উপজেলার লালবাজার
গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে এবং হানিফ মিয়া একই থানার মনিপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
র্যাব-১১ আরও জানায়, চলতি বছরের ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত তাদের বিভিন্ন অভিযানে ৩২৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তারসহ
বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।একই সময়ে ১২৯টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গুলি,
অপহরণ মামলায় ৫৪ জন অপরাধী ও ৫৯ জন ভিকটিম উদ্ধার এবং ৩৪২ জন অন্যান্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

