করোনায় আরও ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৯

করোনায় আরও ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৯

জাতীয় সংবাদ স্লাইড

করোনায় আরও ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৯

করোনায় আরও ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৯স্টাফ রিপোর্টার : করোনায় আরও ৩ জনের প্রাণহানি, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৯ জন।

সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন ১৯ জনের করোনা শনাক্ত হয়।

ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে।

আর ২০২০ সালের শুরুর পর থেকে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে পৌঁছেছে।

করোনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত দেশে গড় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ।

এ ছাড়া করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০ এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে।

মৃত্যু হওয়া ব্যক্তিদের একজন রাজধানী ঢাকার এবং দুজন চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং বাকি দুজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

আর এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে প্রথম একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় দেশে এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। চলতি বছর এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *