কচুয়ার সাচারে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
কচুয়া সংবাদদাতা : কচুয়ার সাচারে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষার সাথে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
৫ মে বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাচার বাজার শাখার আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যাংকিং ও সঞ্চয়ের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন অফিসার মোঃ মেজবাউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক চাঁদপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

