কচুয়া থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ

কচুয়া থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

03-11-620x330কচুয়া থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ

মোহাম্মদ হোসেন :  কচুয়া থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ। চাঁদপুরের কচুয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আজিজুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন, যা বিদায়ী ওসি এম. আব্দুল হালিমের বদলির পর কার্যকর হয়। ওসি আব্দুল হালিমকে হাজীগঞ্জ সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

মো. আজিজুল ইসলাম এর আগে চাঁদপুর নৌ-পুলিশে দায়িত্ব পালন করছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি কুমিল্লার তিতাস থানাসহ একাধিক স্থানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছেন।

জানা গেছে, মো. আজিজুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারের সন্তান। দায়িত্ব গ্রহণের পর তিনি দলীয় নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন, যেন সবাই মিলে কচুয়াকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা যায়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *