কচুয়ার সাচার বাজারে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ
রাজিব সরকার ॥ কচুয়ার সাচার বাজারে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ। কচুয়া উপজেলার উত্তোরাঞ্চলীয় বানিজ্যিক কেন্দ্র সাচার বাজারে অবৈধ দোকান- পাট স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার বিকেলে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র নেতৃত্বে ও সেনাবাহিনীর যৌথ পরিচালনায় অভিযান পরিচালনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মো: শাহজাহান, ১নং সাচার ইউনিয়নের প্রশাসক ও কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম।সেনাবাহিনি’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: এমদাদুল, কচুয়া উপজেলা জামায়েত ইসলামের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, কচুয়া প্রেসকাব সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহ,সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউদ্দিন মজুমদার,১নং সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃবিল্লাল হোসেন বাবু,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃইব্রাহিম সরকার,মোঃজসীম উদ্দীন সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে সাচার বাজারের প্রায় দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

