কচুয়ার বিতারা ইউনিয়ন পূর্ব ছাত্রদলের নতুন কমিটি গঠন
কচুয়া প্রতিনিধি: কচুয়ার বিতারা ইউনিয়ন পূর্ব ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়ন পূর্ব ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী ও কার্যকর করতে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিতারা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী মো. রশিদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. কামরুল ইসলাম কামরুল।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নোমান শিকারী।
এ উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই কমিটির মাধ্যমে পূর্ব ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
দলীয় নেতাকর্মীরা জানান, নতুন কমিটির অধীনে ছাত্রদলের আদর্শ ও নীতি বাস্তবায়নের পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হবে।

