কচুয়ায় ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার
রাজীব চন্দ্র শীল : কচুয়ায় ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলায় যৌথবাহিনীর এক শক্তিশালী অভিযানে তিন হাজারের কাছাকাছি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ জুন) পূর্ব কালচোঁ গ্রামের মহিন উদ্দিনের বসতঘর থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হওয়া ব্যক্তিদের একজন মোহাম্মদ মহিন উদ্দিন (৩৫), যিনি কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। অপরজন মোহাম্মদ সেলিম (৪০), যিনি কক্সবাজারের টেকনাফ থানার আব্দুর রশিদের ছেলে এবং বর্তমানে কচুয়ার ডুমুরিয়া এলাকায় বসবাস করছেন।
যৌথবাহিনীর পক্ষ থেকে বিকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মোট ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তাদের নিকটবর্তী থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর আঞ্চলিক শাখা এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তাদের কাছে তাদের পাঠানো হয়েছে, যারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

