কচুয়ায় সোস্যাল ব্যাংক কর্মীর বাড়িতে দিনের বেলায় চুরি
কচুয়া প্রতিনিধি : কচুয়ায় সোস্যাল ব্যাংক কর্মীর বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা, স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।
উপজেলার সেঙ্গুয়া মজুমদার বাড়িতে অবস্থিত সোস্যাল ইসলামি এজেন্ট ব্যাংকের কর্মী মোসাঃ কাকলী আক্তারের বাড়িতে দিনদুপুরে চোরের হাত ধরে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় মোসাঃ কাকলী আক্তার বাদী হয়ে অভিযুক্ত শাহিনা আক্তার, নয়ন আক্তার ও সেলিনা বেগমকে দায়ের করে কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে কাকলী আক্তার তার কর্মস্থলে যাওয়ার পর বাড়িতে ছিলেন তার বৃদ্ধা মা জাহানারা বেগম। অভিযুক্তরা কৌশলে তাকে বলেছিল, মেয়ের জন্য কাপড় আনতে হয়েছে। সেই সুযোগ নিয়ে তারা বাড়ির আলমারির ভেতর থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৩০ হাজার টাকার মতো মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চুরি হওয়া সম্পদ হারিয়ে ব্যাংককর্মী কাকলী আক্তার ভেঙে পড়েছেন। তিনি পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেছেন, যেন দ্রুত তার চুরির স্বর্ণ এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

