কচুয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা, একই পরিবারের তিনজন আহত

কচুয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা, একই পরিবারের তিনজন আহত

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

কচুয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা, একই পরিবারের তিনজন আহত

কচুয়া প্রতিনিধি ॥ কচুয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা, একই পরিবারের তিনজন আহত। চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর গ্রামে পারিবারিক সীমানা বিরোধের জেরে এক দম্পতি ও তাদের মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। গত ২৬ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফকির বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ অনুযায়ী, হাসান গংয়ের নেতৃত্বে কাজল, হোসেন, হানিফ, খাদিজা বেগম, অজুফা বেগম, হাসিনা বেগম ও নাসিমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে ইয়াসমিন বেগমের ওপর হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে তার স্বামী সফিউল বাসার ও মেয়ে সৌরভী আক্তার এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

পরবর্তীতে সফিউল বাসার থানায় অভিযোগ দায়ের করলে ফের তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা নগদ টাকা, অভিযোগের কপি ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ইয়াসমিন বেগম কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *