কচুয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা, একই পরিবারের তিনজন আহত
কচুয়া প্রতিনিধি ॥ কচুয়ায় সীমানা বিরোধ নিয়ে হামলা, একই পরিবারের তিনজন আহত। চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর গ্রামে পারিবারিক সীমানা বিরোধের জেরে এক দম্পতি ও তাদের মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। গত ২৬ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফকির বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, হাসান গংয়ের নেতৃত্বে কাজল, হোসেন, হানিফ, খাদিজা বেগম, অজুফা বেগম, হাসিনা বেগম ও নাসিমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে ইয়াসমিন বেগমের ওপর হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে তার স্বামী সফিউল বাসার ও মেয়ে সৌরভী আক্তার এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।
পরবর্তীতে সফিউল বাসার থানায় অভিযোগ দায়ের করলে ফের তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা নগদ টাকা, অভিযোগের কপি ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ইয়াসমিন বেগম কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

