কচুয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

কচুয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিতরাজীব চন্দ্র শীল : কচুয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে দেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা, শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩০ মে’২৫) বিকেলে কচুয়া উপজেলার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. আমান উল্লাহ

আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য মো. শাহজাহান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী,

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক গাজী শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,

পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ, পৌর বিএনপির সদস্য ফখরুল ইসলাম,

উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান এবং সাধারণ সম্পাদক গাজী মো. রশিদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ভূমিকা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং জাতীয় রাজনীতিতে তাঁর আদর্শকে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।

কর্মসূচির শেষ পর্যায়ে হযরত শাহ নেয়ামত শাহ জামে মসজিদে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান, কাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

এ আয়োজনে রাজনৈতিক নেতা-কর্মীদের সরব উপস্থিতি শহীদ জিয়াউর রহমানের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটায়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *