কচুয়ায় রাস্তার পাশে আশ্রয় নেওয়া রমিজ উদ্দিন পেলো ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা
রাজীব চন্দ্র শীল : কচুয়ায় রাস্তার পাশে আশ্রয় নেওয়া রমিজ উদ্দিন পেলো ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা।
কচুয়া-সাচার বিশ্বরোডের পাশে একটি অস্থায়ী মাচায় মানবেতর দিন কাটাচ্ছিলেন বৃদ্ধ রমিজ উদ্দিন।
পরিবার ও সন্তানদের অবহেলায় অসহায় হয়ে পড়া এই মানুষটির করুন জীবনের চিত্র
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি নজরে আসে কচুয়া উপজেলা প্রশাসনের।
সংবাদটি ছড়িয়ে পড়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ হেলাল চৌধুরী দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তিনি পালাখাল ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে তথ্য যাচাইয়ের ব্যবস্থা করেন।
পরে পালাখাল ইউনিয়ন পরিষদের প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রমিজ উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন এবং তার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রমিজ উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় ঘর নির্মাণে ব্যবহারের জন্য দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার একটি চেক।
এ মানবিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ হেলাল চৌধুরী নিজেই।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ রমিজ উদ্দিন। তিনি কচুয়া উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক
কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আমি ভাবিনি—এভাবে কেউ আমার পাশে এসে দাঁড়াবে। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।”
উল্লেখযোগ্য যে, এই উদ্যোগ কেবল একজন অসহায় বৃদ্ধকে সহায়তা করাই নয়, বরং প্রশাসনের মানবিক দায়িত্ববোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছে।

