কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটককচুয়া প্রতিনিধি : কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে আলিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী স্থানীয় এক গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানে মো. বাবুল (২৬) ও মো. ইকবাল হোসেন হৃদয় (১৮) নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তারকৃতদের কচুয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, চাঁদপুর জেলায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *