কচুয়ায় মাদক ব্যবসায়ী ও ওলামা লীগ নেতা কামাল গ্রেফতার

কচুয়ায় মাদক ব্যবসায়ী ও ওলামা লীগ নেতা কামাল গ্রেফতার

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা

কচুয়ায় মাদক ব্যবসায়ী ও ওলামা লীগ নেতা কামাল গ্রেফতার

কচুয়ায় মাদক ব্যবসায়ী ও ওলামা লীগ নেতা কামাল গ্রেফতারকচুয়া প্রতিনিধি : কচুয়ায় মাদক ব্যবসায়ী ও ওলামা লীগ নেতা কামালকে গ্রেফতার হয়েছে।

উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী ও ওলামা লীগ নেতা

মোহাম্মদ মনিরুজ্জামান কামালকে গ্রেফতার করেছে চাঁদপুরের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল (রোববার) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, মনিরুজ্জামান কামালের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাচার এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তার বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম চলতি বছরের ৭ জুলাই অনলাইনে একটি প্রত্যয়নপত্র প্রকাশ করেছিলেন।

তাতে কামালের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তুলে ধরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার আহ্বান জানানো হয়।

প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, কামাল সমাজবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, নিরীহ মানুষদের ভয়ভীতি দেখানো,

মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।

এছাড়া সম্প্রতি কচুয়ার বিভিন্ন এলাকায় পোস্টারিং করে জনসাধারণকে তার সম্পর্কে সতর্ক করা হয়। পোস্টারগুলোতে কামালের পরিচয় এবং তার বিরুদ্ধে অভিযোগসমূহ স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুজ্জামান কামালকে আটক করা হয়েছে। তাকে কচুয়া বা চাঁদপুরের কোনো রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। মামলার ধরণ এবং চার্জ নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে তার গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *