কচুয়ায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় এক বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসবের পর নবজাতকটি মারা গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান প্রদীপকে গ্রেপ্তার করেছে। আটক মেহেদী হাসান প্রদীপ উপজেলার আশ্রাফপুর গ্রামের আবদুর রহিমের ছেলে, আর ধর্ষণের শিকার ফাতেমা আকতার একই গ্রামের শেখ ফরিদের বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে ফাতেমা ধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়, তবে অভিযুক্ত মেহেদী হাসান বিয়েতে রাজি হয়নি। বাধ্য হয়ে ফাতেমার ভাই শেখ ফরিদ ৩ মার্চ কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সেদিনই অভিযান চালিয়ে মেহেদী হাসান প্রদীপকে গ্রেপ্তার করে।
এরই মধ্যে ৯ মার্চ ফাতেমা একটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতক অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, শিশুটির পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ ছাড়া মৃত বাকপ্রতিবন্ধী নারীর ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে, যার রিপোর্ট তদন্তের কাজে ব্যবহৃত হবে।

