কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা

কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণকচুয়া প্রতিনিধি : কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় কচুয়া উপজেলায় ঘর পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ছয়টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী। প্রতিটি পরিবারের জন্য দুই বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা।

এই সহায়তা কর্মসূচির মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন ইউএনও হেলাল চৌধুরী।

সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে অভিমত দেন উপস্থিত সকলে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *