কচুয়ায় প্রবাসীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ
কচুয়া প্রতিনিধি : কচুয়ায় প্রবাসীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বুধুন্ডা গ্রামে প্রবাসী রফিকুল ইসলাম ও তার ভাইদের নামে ক্রয়কৃত জমি নিয়ে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা আব্দুল মতিন ও তার পুত্র ওয়াসিমসহ পরিবারের কয়েকজন সদস্য।
রফিকুল ইসলাম আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি ও তার পরিবারের সদস্যরা উত্তর পাড়ার আমজাদ প্রধান বাড়ি এলাকায় ২৭নং বুধুন্ডা মৌজার
বিএস ২৬৭২ নম্বর খতিয়ানে, দাগ নং ৮২০৯-এ অন্তর্ভুক্ত ১০ একর জমি বৈধভাবে ক্রয় করেন।
ক্রয় পরবর্তী সময় থেকে তারা সেখানে গাছপালা রোপণ করে নির্ভরতার সঙ্গে জমি ভোগদখল করে আসছেন।
তবে, অভিযোগ অনুসারে, প্রতিবেশী আব্দুল মতিন ও তার ছেলে ওয়াসিম সম্প্রতি প্রভাব খাটিয়ে ওই জমিতে অনাধিকার প্রবেশের চেষ্টা করেন এবং
মালিকদের জমি ব্যবহারে বাধা প্রদান করেন। এমনকি নানা ধরনের হুমকির মুখেও পড়েন তারা।
এ ঘটনায় রফিকুল ইসলাম ১৪৫ ধারায় আদালতে মামলা দায়ের করেন, যাতে অভিযুক্ত হিসেবে আব্দুল মতিন,
ওয়াসিম, নুরজাহান বেগম ও ফারজানা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১৫ জুলাইয়ের মধ্যে
সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করেন।
এর ধারাবাহিকতায়, শনিবার কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জয়নাল আবেদীন উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।
রফিকুল ইসলাম ও তার পরিবার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

