কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষকের খরের গাদা পুড়ে ছাই

কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষকের খরের গাদা পুড়ে ছাই

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

Kachua-Photo-2কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষকের খরের গাদা পুড়ে ছাই

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষকের খরের গাদা পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার জয়নগর গ্রামে দুর্বৃত্তদের হামলায় মনির হোসেন নামে এক নিরীহ কৃষকের খরের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোররাতে, সেহরির পর আজানের ঠিক আগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত কারা এ ন্যাক্কারজনক কাজ করেছে, তা জানাতে পারেননি তিগ্রস্ত পরিবার।

তিগ্রস্ত কৃষক মনির হোসেনের স্ত্রী রাহিমা বেগম জানান, তাদের সংসার চলে কৃষিকাজ ও গাভী পালনের আয়ে।

কিছুদিন আগে খরের গাদা বিক্রির জন্য কিছু ক্রেতা এসেছিলেন, কিন্তু দাম কম থাকায় তারা বিক্রি করেননি।

তিনি আশঙ্কা করছেন, এই ঘটনার পেছনে কোনো শত্রুতামূলক উদ্দেশ্য থাকতে পারে। অগ্নিকাণ্ডের ফলে তাদের বড় ধরনের তি হয়েছে, তবে সৌভাগ্যক্রমে আশপাশের ৮-১০টি পরিবার ভয়াবহ বিপদ থেকে রা পেয়েছে।

রাহিমা বেগম বলেন,

“আমরা গরিব মানুষ, আমাদের সারা বছরের কষ্ট এক নিমেষে পুড়ে গেল। যারা এই তি করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান,

সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটছে।

কিছুদিন আগে তার রান্নাঘরে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এছাড়া ২৭ ফেব্রুয়ারি রাতে বায়েক মোড়ে তার দোকানে চুরি হয়ে প্রায় ২ লাখ টাকার মালামাল লুট হয়।

তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসীর মতে, সাম্প্রতিক সময়ে কচুয়ার বিভিন্ন স্থানে আগুন লাগানো ও চুরির মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *