কচুয়ায় ডাকাতির সময় কাভার্ড ভ্যানের চাপায় এক ডাকাত নিহত

কচুয়ায় ডাকাতির সময় কাভার্ড ভ্যানের চাপায় এক ডাকাত নিহত

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

08-4-62কচুয়ায় ডাকাতির সময় কাভার্ড ভ্যানের চাপায় এক ডাকাত নিহত

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় ডাকাতির সময় কাভার্ড ভ্যানের চাপায় এক ডাকাত নিহত। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী মোড় সংলগ্ন বটতলা এলাকায় ডাকাতির চেষ্টার সময় মালবাহী কাভার্ড ভ্যা

নের চাপায় মহসিন হোসেন (৩৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মহসিন কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

কচুয়া থানার তথ্য অনুযায়ী, ঢাকার নবাবপুর থেকে কচুয়াগামী স্পর্শ এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান স্থানীয় ব্যবসায়ীদের মালামাল বহন করছিল।

শিমুলতলী বটতলা এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়, ফলে এক ডাকাত সদস্য গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে

পৌঁছে আহত চালককে উদ্ধার করে এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত গাছ কাটার করাত ও গাছের গুড়ি জব্দ করেছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, ডাকাত দল পরিকল্পিতভাবে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা করেছিল। তবে পুলিশের উপস্থিতিতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। নিহত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *