কচুয়ায় ইউএনও’র তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী
কচুয়া প্রতিনিধি : কচুয়ায় ইউএনও’র তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসার এক ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী এবং বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাকিবুল হাসানের দ্রুত পদক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক মাদ্রাসা ছাত্রী।
জানা যায়, শুক্রবার কচুয়ার খলাগাঁও গ্রামের মিজানুর রহমান তার মাদ্রাসাপড়ুয়া কন্যা জান্নাতুল বাকির বিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। পাত্র ছিলেন একই উপজেলার দুর্গাপুর গ্রামের এক যুবক। বিয়ের আয়োজনের খবর স্থানীয় প্রশাসনের নজরে এলে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ও ইউপি প্রশাসক রাকিবুল হাসান তৎক্ষণাৎ কনের বাড়িতে উপস্থিত হন।
তাদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায় এবং মেয়েটি বাল্যবিয়ের শিকার হওয়া থেকে নিরাপদে রক্ষা পায়। এ সময় তারা উপস্থিত অভিভাবকদের বাল্যবিয়ের কুফল ও আইনগত দায়-দায়িত্ব সম্পর্কে সতর্ক করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং এলাকাবাসী প্রশাসনের এ ধরনের কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন। ইউএনও হেলাল চৌধুরী জানান, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার থাকবে এবং কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

