কচুয়ায় অসহায় দুলাল চন্দ্র পেল নতুন ঘর
কচুয়া প্রতিনিধি : কচুয়া অসহায় দুলাল উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের অসহায় ভিটে-মাটি হারা গ্রাম পুলিশ দুলাল চন্দ্র শীল এবার পেল তার নিজস্ব মাথা গোঁজার জায়গা। সমাজসেবায় গুরুত্বপূর্ণ এক উদাহরণ স্থাপন করে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন তার জন্য তৈরি করেছে দুই কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর।
শনিবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন এর তত্ত্বাবধানে ঘরটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সমাজসেবক ও ব্যবসায়ী মো. আব্দুল কাহার মজুমদার এবং সাধারণ সম্পাদক রবিউল আলম, যারা দীর্ঘদিন ধরে সংগঠনের মানবিক কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন।
এই উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসী ও দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মো. রফিকুল ইসলাম, সদস্য কাজী হুসাইন আহমেদ, আবু সুফিয়ান, স্বপন বেপারী, ইউনুস মিয়া, নুরুল ইসলাম নাহিদ, নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন ঘর পেয়ে দুলাল চন্দ্র শীল একে অপরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সহায়তায় আমার নতুন ঘর পেয়েছি। তাদের আন্তরিক সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য আমি চিরকৃতজ্ঞ।”
উল্লেখযোগ্য, কচুয়ার বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সমাজসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সু-শৃঙ্খলভাবে কাজ করে আসছে। তারা ধারাবাহিকভাবে এলাকার অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যা স্থানীয় সমাজে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

