কচুয়ায় অভিমান করে যুবতীর বিষপান, মৃত্যু
কচুয়া প্রতিনিধি : কচুয়ায় অভিমান করে বিষপান করায় এক যুবতীর মৃত্যু হয়েছে। কচুয়ার হাটমুড়া গ্রামে সোমবার রাত আনুমানিক ১১টার সময় এক কিশোরী অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতের নাম ইকরা আক্তার (১৮), তিনি হাটমুড়া গ্রামের মৃত নুরুল ইসলামের কন্যা এবং সাচার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইক্রাকে তার পরিবারের পক্ষ থেকে তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাওয়া হয়েছিল। কিন্তু সে বিয়ের পক্ষে ছিল না। পারিবারিক আপত্তি ও বিয়ে না করার কারণে অভিমান করে ইকরা বিষাক্ত ওষুধ গ্রহণ করে প্রাণ হারায়। বিষয়টি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

