উপাদী উত্তর ইউনিয়নে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
জাহাঙ্গীর আলম প্রধান : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (১৬ মে), দক্ষিণ নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে কৃষকদের স্বার্থ-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলন সফলভাবে শেষ হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট কৃষকনেতা আলহাজ্ব ফয়েজ মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন জামাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. হানিফ পাটোয়ারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন: উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু প্রধানিয়া,
সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বিলাল হোসেন মোল্লা, উপজেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম মুকুল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী,
স্থানীয় নেতা জাকির হোসেন মিলন মাস্টার এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম পংকু পাটোয়ারী।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন: ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদল,
৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আলহাজ্ব ফয়েজ মোল্লা একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে মোহাম্মদ লোকমান হোসেন বেপারী ১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহপরান কোনো ভোট পাননি।
সম্মেলন শেষে উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও
শক্তিশালী ও কার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে।
এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় কৃষক নেতৃবৃন্দের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং আগামী দিনে কৃষকদের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

