ঈদযাত্রা নিরাপদ করতে বিআরটিএর ভ্রাম্যমান আদালত

ঈদযাত্রা নিরাপদ করতে বিআরটিএর ভ্রাম্যমান আদালত

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

ঈদযাত্রা নিরাপদ করতে বিআরটিএর ভ্রাম্যমান আদালত

 ‍ঈদযাত্রা নিরাপদ করতে বিআরটিএর ভ্রাম্যমান আদালতস্টাফ রিপোর্টার : ঈদযাত্রা নিরাপদ করতে বিআরটিএর ভ্রাম্যমান আদালত পরিচালন করেছে। রোববার (১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সার্কিট হাউজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনের অতিরিক্ত গতি এবং হেলমেট না থাকার কারণে মোট ১০টি মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ। এ সময় বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ আলা উদ্দিন, সহকারী মোটরযান পরিদর্শক মোঃ শামীম মিয়া, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ আলা উদ্দিন জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে সড়ক নিরাপদ রাখতে রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি ও সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান চলমান থাকবে।

চাঁদপুর বিআরটিএর এই উদ্যোগ ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *