ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় আর্থিক স্বাক্ষরিত বিষয়ক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় আর্থিক স্বাক্ষরিত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর শাখার উদ্যোগে আর্থিক স্বাক্ষরিতা বৃদ্ধির লক্ষে এক বিশেষ গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শাখার মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান মো: মনিরুল ইসলাম। চাঁদপুর শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সভা পরিচালিত হয়, যেখানে প্রিন্সিপাল অফিসার মোশাররফ হোসেন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফ মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের সূচনা হয় ইউনিট অফিসার আব্দুল আজিজের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর শাখার সহকারী ম্যানেজার মো: মাসুম বিল্লাহ, আল আমিন একাডেমী গুনরাজদী ক্যাম্পাসের ইনচার্জ নাছির উদ্দিন, মিশন রোড শাহী মসজিদের খতিব, আলীরাজা মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, আল আমিন মডেল মাদ্রাসার অধ্য মাওলানা ফখরুল ইসলাম মাসুম এবং মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।
আর্থিক স্বারতা বিষয়ক এই আয়োজনের মাধ্যমে উপস্থিত অতিথিরা অর্থব্যবস্থাপনা ও ব্যাংকিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন, যা গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী ছিল।


