আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে আলোচনা সভা

উপজেলা সংবাদ সদর উপজেলা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে আলোচনা সভা

IMG-20250308-WA0167স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৮ মার্চ) কলেজের অস্থায়ী ক্যাম্পাসের লেকচার হল-৩-এ এই সভা অনুষ্ঠিত হয়।

ইতিহাস বলছে, কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদ ও ন্যায্য অধিকারের দাবিতে নারীরা একসময় রাজপথে নেমেছিলেন। সেই শ্রম আন্দোলনের পথ ধরেই প্রতিষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস’, যা এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক (গাইনী ও অবস্) ডাঃ সাহেলা নাজনীন। তিনি বলেন, “একসময় সমাজে নারীরা নানা দিক থেকে পিছিয়ে ছিল, কিন্তু এখন তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক (জেনারেল সার্জারি) ডাঃ হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক (গাইনী ও অবস্) ডাঃ আফরোজা খান, সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ প্রতীক চৌধুরী এবং সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন ফাইনাল বর্ষের শিক্ষার্থী হুমায়রা জাহান পিয়া। এতে কলেজের শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক এবং ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *