আদর্শের শিক্ষা ছাড়া সমাজ বদলানো সম্ভব নয় — ড. পেয়ার আহমেদ
স্টাফ রিপোর্টার : আদর্শের শিক্ষা ছাড়া সমাজ বদলানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ড. পেয়ার আহমেদ।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম” এবং ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে বিশেষ আলোচনা সভা।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমাজ পরিবর্তনের জন্য আদর্শ ও চেতনার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, “বিপ্লব শুধু শব্দ নয়, এটি ধারণের বিষয়।
মহানবী (সা.) তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন মানুষকে অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় আনার জন্য।
আজকের সমাজে অনেকেই আত্মকেন্দ্রিক চিন্তায় নিমগ্ন, যা একটি শিশুর হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়ার মতো।
তাই সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের ইতিহাস স্মরণ করলে আমাদের হৃদয় কেঁপে ওঠে।
কিন্তু আমরা অনেকেই কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছি। কোরআন পড়া ও তা ধারণ করার মাধ্যমে আদর্শিক সমাজ গঠনের ভিত্তি গড়ে তুলতে হবে।
আদর্শের শিক্ষা ছাড়া টেকসই পরিবর্তন কখনোই সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “কোটাবিরোধী আন্দোলন তখনই সফলতা পেয়েছে, যখন তা জনমানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
নারীসমাজ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, যা এটিকে আরও শক্তিশালী করেছে।”
তিনি চেতনাকে বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রবণতার সমালোচনা করে বলেন, “আজকাল চেতনা হয়ে উঠেছে বিক্রয়যোগ্য পণ্য।
যতদিন এটি চলবে, ততদিন প্রকৃত বিপ্লবের সুফল আমরা পাব না।
বক্তৃতা দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তনের জন্য দরকার চেতনা ও আদর্শের বাস্তব প্রয়োগ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান।
শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আরও বক্তব্য রাখেন সাব্বির হোসেন ও রাকিবুল কবির।
সভায় বিপ্লবী আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা আরেফিন আলামিন ও সিয়াম হোসেন খান।
জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন
আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে ইতিহাস সম্পর্কে গভীর আগ্রহ ও ভাবনার জন্ম দেয়।
এমন একটি আয়োজনে বক্তাদের বক্তব্য, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রমাণ করে যে, সমাজ পরিবর্তনের জন্য আদর্শ ও চেতনার বাস্তব চর্চা ছাড়া কোনো বিকল্প নেই।

