অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চাঁদপুরে চালকদের মানববন্ধন

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চাঁদপুরে চালকদের মানববন্ধন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালকদের মানববন্ধন

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চাঁদপুরে চালকদের মানববন্ধনস্টাফ রিপোর্টার : চাঁদপুরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন মিনি ট্রাক ও পিকআপ ভ্যান চালক ও মালিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেন শতাধিক চালক ও গাড়ির মালিক। কর্মসূচির শেষে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

পাশাপাশি তারা চাঁদপুর পৌরসভার প্রশাসকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন।

চালক ও মালিকরা অভিযোগ করেন, পৌর এলাকার ইজারাদার প্রতিদিন তাদের কাছ থেকে একাধিকবার টোল আদায় করছেন।

তারা বলেন, “একটি গাড়ি যদি দিনে কয়েকবার শহরে ঢোকে, প্রতিবারই আমাদের টোল দিতে হয়। এটা ন্যায্য নয়। আমরা চাই, দিনে একবার টোল দিয়ে দায়িত্ব পালন করতে পারি।”

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা নিয়মিতভাবে পৌরসভার নিয়ম মেনে চলার চেষ্টা করেন,

তবে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি তাদের জন্য আর্থিকভাবে চাপ তৈরি করছে।

এই পরিস্থিতিতে দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এই ইস্যুতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং একটি যৌক্তিক ও টেকসই সমাধানের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট চালক ও মালিকদের পক্ষ থেকে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *