স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবিতে চাঁদপুরে শিক্ষকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার : স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ একাধিক দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার পাদদেশে “সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার, চাঁদপুর” ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ নবম গ্রেডে উন্নীত করা,
পদোন্নতি সংকট সমাধানে কলেজ পর্যায়ের মতো চার স্তরবিশিষ্ট পদ কাঠামো প্রবর্তন এবং জাতীয় শিক্ষা নীতির আলোকে একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন তাদের মূল দাবি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসমাশিস কুমিল্লা অঞ্চলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক আব্দুল আজিজ শিশির,
মাতৃপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল খালেক, মো. মনির হোসেন, মিজানুর রহমানসহ আরও অনেকে।
এছাড়া হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মো. রাশেদুল হক, মো. জাহাঙ্গীর হোসেন,
মো. আব্দুল লতিফ মিয়াজি, দীপক কুমার ঘোষ, কিংকর চন্দ্র সাহা, মো. জসিমউদ্দীন, মোহাম্মদ হোসেন মিল্টন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম রাসেলও বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে আসছেন।
তাদের দাবি, ১৯৭৩ সালের পে-স্কেলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পিটিআই ইন্সট্রাক্টররা একই সার্কুলারে নিয়োগ পেতেন এবং
পারস্পরিক বদলি-যোগ্য ছিলেন। সে সময় সাব-রেজিস্ট্রার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা এবং পুলিশের ওসি পর্যন্ত ষষ্ঠ গ্রেডে বেতন ভাতা পেতেন।
তবে দুঃখজনকভাবে, বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রবেশ পদ নবম গ্রেডে উন্নীত হলেও গত
৫৩ বছরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি।
তারা নবম গ্রেডে উন্নীতকরণ এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

