প্রধান নির্বাচন কমিশনারের সাথে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনারের সাথে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেছেন হযরত হাফেজ্জী হুজুর (রহ.)। রোববার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে খেলাফত আন্দোলনের আমির হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির হাতে হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবনীগ্রন্থের একটি কপি উপহার হিসেবে তুলে দেন। এ সময় দলের মহাসচিব হযরত মাওলানা হাফেজ মুফতি ইউসুফ সাদেক হাক্কানি, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম মহাসচিব হযরত মাওলানা হাফেজ মোঃ সানাউল্লাহ হাফিজী এবং সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মহিউদ্দিন সুলতান উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সাক্ষাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকার প্রতি তাদের শ্রদ্ধা ও আস্থা পুনর্ব্যক্ত করেন।

