কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কচুয়া প্রতিনিধি : কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে আলিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী স্থানীয় এক গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানে মো. বাবুল (২৬) ও মো. ইকবাল হোসেন হৃদয় (১৮) নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তারকৃতদের কচুয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, চাঁদপুর জেলায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

