কচুয়ায় ডাকাতির করার সময় অস্ত্রসহ এক সদস্য আটক
কচুয়া প্রতিনিধি : কচুয়ায় ডাকাতির করার সময় অস্ত্রসহ এক সদস্য আটক করা হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর তৎপরতায় এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ইয়াকুব (৩০),
তিনি কুমিল্লার চান্দিনার ধেরেরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী বিলকিছ আক্তার জানান, গভীর রাতে তাদের বাড়ির পাশে গরুর খামারে ডাকাতদল প্রবেশ করে।
তারা বসতঘরের সামনের কলাপসিবল গেট এবং পিছনের দরজায় তালা লাগিয়ে দেয়।
বাড়ির পিছনের গেইট খোলার শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তিনি ডাকাতদের দেখতে পান।
সঙ্গে সঙ্গে তিনি মুঠোফোনে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি জানান।
সংবাদ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলে।
পরে তাকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে কচুয়া থানায় খবর দেওয়া হয়।
এ ঘটনায় ডাকাতদের হামলায় রাকিব নামে এক যুবক গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিজয়ান সাঈদ জিকু এবং কচুয়া থানার ওসি এম আবদুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ডাকাতদের ব্যবহৃত দেশীয় দা, তালা এবং তালা কাটার মেশিন উদ্ধার করেছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিজয়ান সাঈদ জিকু জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

